Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জামায়াত আমিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৬:১২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:২৩

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ এবং কোরবানীর সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।

সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।

আমাদের উদ্দেশ্য— একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জামায়াত চরমোনাই জোট নিয়ে দুই দলের বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁদা ছোড়াছুড়ির মধ্যে তিনি এই আহ্বান জানালেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর