Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামুনুল হককে শোকজ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৭:৪৯

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক

‎ঢাকা: প্রচারণা শুরুর আগে লিফলেট বিতরণের কারণে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী সই করা এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

‎এর আগে, মঙ্গলবার বিকেল ৫ টায় মামুনুল হক আগারগাঁয়ের নির্বাচন ভবনের সামনে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী সই করা এ সংক্রান্ত নোটিশ প্রার্থীর কাছে পাঠানো হয়েছে।

‎নোটিশে আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১২(১) অনুযায়ী ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনি প্রচার-প্রচারণা চালানো নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত, সেহেতু ১৩ জানুয়ারি প্রচার চালানো বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

‎আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মামুনুল হককে নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

‎এ বিষয়ে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব। বিধি অনুযায়ী সময়ের আগে প্রচার চালানোর সুযোগ নেই। আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করেছি।’

‎এবার নির্বাচনে ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে এবং এরপর প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রচারে নামবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর