Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ সম্মেলন স্থগিতের অনুরোধ করেননি ইসলামী আন্দোলনের আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৯:২৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফাইল ছবি

ঢাকা: সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কাউকে কোনো অনুরোধ করেননি বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেছেন, ‘ইসলামী আন্দোলনের আমিরের অনুরোধে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত’ বলে যে সংবাদ প্রচারিত হয়েছে তার কোনো সত্যতা নেই।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি এ কথা জানান।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ একবক্স নীতিতে অটল-অবিচল থেকে পারস্পরিক বোঝাপড়ায় ও সমঝোতায় আলোচনা এগিয়ে নিচ্ছে। দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজকে এক বিবৃতিতে বিষয়টা পরিষ্কার করেছেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে ১১ দলের সমন্বয়ক জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ সকালে সংবাদ সম্মেলন ডেকে পুনরায় তা স্থগিত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর