Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১২:৩৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৪:০৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, এখনো সিদ্ধান্ত পাইনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর