Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলন নিয়ে মন্তব্য করবেন না: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১২:৪৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৪:০৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ইসলামী আন্দোলন সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি লক্ষ্য করছি, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন।

বিজ্ঞাপন

আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।

আরও পড়ুন- ৮০টি আসন চায় ইসলামী আন্দোলন, ভেঙে যাচ্ছে জোট!

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের নির্বাচনি সমঝোতার জোট নিয়ে চড়াই উৎড়াই চলছে। কখনো বলা হচ্ছে জোট ভেঙে যাচ্ছে। আবার কেউ বলছেন জোট ভাঙবে না। এরইমধ্যে এই দুটি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা লিখছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর