Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:৩৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:৫৬

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক বসেছেন বিএনপি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটি সদস্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া উপস্থিত রয়েছেন।

বৈঠকের প্রেক্ষাপট ও মূল আলোচ্য বিষয়:

আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে:

বিজ্ঞাপন
  • পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান: পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনি প্রতীক ‘ধানের শীষ’ এর অবস্থান নিয়ে দলটির পক্ষ থেকে ইতোমধ্যে আপত্তি তোলা হয়েছে।
  • সোশ্যাল মিডিয়ায় বিতর্ক: বাহরাইন ও কাতারে পোস্টাল ব্যালটের খাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি।
  • আচরণবিধি বাস্তবায়ন: নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিএনপি তাদের অসন্তোষ ও দাবিগুলো সিইসির কাছে তুলে ধরবে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কাজের স্বচ্ছতা নিশ্চিত করতেই বিএনপির এই প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসেছেন।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:১৩

আরো

সম্পর্কিত খবর