Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি: ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৪:২৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৫:২৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি: সারাবাংলা

ঢাকা: গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের একবক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে। সেই পথচলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

তিনি বলেন, ‘দলের নেতারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলগুলো আনুষ্ঠানিভাবেই জাতিকে অবহিত করবেন।’

বিজ্ঞাপন

‘এই বিষয়ে সন্মানিত সাংবাদিক বন্ধুদের দায়িত্বশীল ভূমিকা কামনা করছি।’

এদিকে ১১ দলীয় জোটের মধ্যে ইসলামী আন্দোলন বাদে অন্য ১০ দল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করছে। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

নিজেদের আকাশসীমা খুলে দিল ইরান
১৫ জানুয়ারি ২০২৬ ১৫:১৫

আরো

সম্পর্কিত খবর