ঢাকা: প্রবাসীদের কাছে নতুন করে প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবসম্মত ও ন্যূনতম কাজ ধারাবাহিকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিকদলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘প্রবাস থেকে ফিরে আসা শ্রমজীবীদের কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। প্রয়োজনে আইন পরিবর্তন করে তাদের মর্যাদা বাড়াতে হবে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে, তাদেরকেও এদিকে নজর রাখতে হবে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘প্রবাসীরা সীমাহীন কষ্ট সহ্য করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। মরুভূমির প্রখর রোদে, দুর্গম জঙ্গলে কিংবা দীর্ঘ সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা যে রেমিট্যান্স পাঠান, তা দেশের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে। অথচ আমরা অনেক সময় দায়িত্বজ্ঞানহীনভাবে বড় বড় কথা বলি, যা বাস্তবায়ন করা সম্ভব হয় না।’
তিনি আরও বলেন, ‘বেশি কথা বলে তা বাস্তবায়ন না করতে পারলে ব্যর্থতার দায় নিতে হয়। কিন্তু কম কথা বলে যদি ন্যূনতম কাজও বাস্তবায়ন করা যায়, সেটিই প্রবাসীদের জন্য বেশি সম্মানজনক ও কার্যকর।’
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘অতীতে তারা বহুবার আশ্বাস পেয়েছেন। এখন আর আশ্বাসের সংস্কৃতি নয়, বরং বাস্তবসম্মত ও সম্ভবপর কাজ করে দেখানোর সময় এসেছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন কাজল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের একাধিক নেতা উপস্থিত ছিলেন।