Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলনকে নিয়ে জোটের প্রার্থী ঘোষণা হবে: মামুনুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৬:১২

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

ঢাকা: ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে ১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মাওলানা মামুনুল হক বলেন, ১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারব এই আশা করছি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা কোনো ঝামেলার ভেতরে নেই। আমাদের মধ্যে যে আলোচনা সেখানে কিছুটা মতভিন্নতা হচ্ছে। এটাকে ঝামেলা বলা যায় না। আমরা রাত ৮টায় কথা বলব।

বিজ্ঞাপন

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জোটের ব্যাপারে উনারা বলেছেন। আমরা সময় নিচ্ছি এ জন্য যে জোট প্রক্রিয়া অটুট থাকে। আমরা এই জোট শুধুমাত্র আসন সমঝোতার জোট হলেও এটার রাজনৈতিক গুরুত্ব আছে। এটা সবাই বুঝেন এবং একটা আকাঙ্খার জায়গা আছে। নির্বাচন প্রতিযোগীতাপূর্ণ হবে। আমাদের যে এজেন্ডাগুলো রয়েছে সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদ বিরোধীতা। সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেব। সবাই সবাইকে সহযোগীতা করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করে গণতন্ত্রে উত্তোরণ করব।

যেহেতু অল্প সময়ের মধ্যে এই জোট সেজন্য কিছু মতভিন্নতা থাকছে। সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করবো। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব, এই জোট যাতে অটুট থাকে। কারও ভিন্নতা থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমঝোতা মানেই সবাই সবাইকে সহযোগীতা করবে। কোনো দলের প্রার্থী হবে না, ৩০০ আসনে জোটের প্রার্থী হবে। যাকে মনোনীত করা হবে। সবাই বৃহত্তর সার্থে তাকে সহযোগীতা করব।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর