ঢাকা: সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিন তারেক রহমান নিজের গাড়ি থামিয়ে নেমে আসেন এবং ধৈর্য ধরে শিক্ষকদের দুঃখ-দুর্দশা ও দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে তাদের ন্যায্য দাবিগুলো জানানো হয়।
আন্দোলনরত শিক্ষকরা জানান, মেধা তালিকায় নাম থাকার পরও বছরের পর বছর তারা নিয়োগবঞ্চিত রয়েছেন। তারেক রহমান তাদের কথা শোনার পর সহমর্মিতা প্রকাশ করেন এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখার আশ্বাস দেন। শীর্ষ নেতার এমন সরাসরি অংশগ্রহণে আন্দোলনকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
শিক্ষকদের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’
তারেক রহমানের এই আকস্মিক সাক্ষাতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আন্দোলনরত শিক্ষকরা।