ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জেটের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। জোটের অংশ হিসেবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে প্রার্থী দেবে।
বাংলাদেশ খেলাফত মজলিস যে আসনগুলো পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জ-৩, ময়মনসিংহ-২, নেত্রকোনা-১, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-৩, ঢাকা-১৩, গাজীপুর-৩, নরসিংদী-৩, ফরিদপুর-২, গোপালগঞ্জ-২, মাদারীপুর-২, শরীয়তপুর-১, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৪, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-১, চট্টগ্রাম-৫, রাঙামাটি (একটি আসন), কিশোরগঞ্জ-১ এবং ফরিদপুর-৪।
খেলাফত মজলিস পেয়েছে ১০ টি আসন।
মানিকগঞ্জ-২, সিলেট-২ ও ৫, মৌলভীবাজার-৩, হবিগঞ্জ-২ ও ৪, নারায়নগঞ্জ-৫, কুমিল্লা-৭, চট্টগ্রাম-১৩, কিশোরগঞ্জ-১,
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পেয়েছে সাতটি আসন
ভোলা-২, ময়মনসিংহ-৮, ময়মনসিহং-১০, চাঁদপুর-২, চাঁদপুর-৫, চট্টগ্রাম-১২, চট্টগ্রাম-১৪
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পেয়েছে তিনটি আসন
পটুয়াখালী-১, বরিশাল-৩ ও ফেনী-২
নেজামে ইসলাম পার্টি দুটি আসন পেয়েছে।
ময়মনসিংহ-৩ ও চট্টগ্রাম-৯ আসন।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) পেয়েছে দুটি আসন।
ভোলা-৩ ও ময়মনসিংহ-৯।