Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোট ছাড়ল ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৬:৪৩

১১ দলীয় জোটে না থাকার এই ঘোষণা দেন যুগ্ম মহাসচিব-মাওলানা গাজী আতাউর রহমান।

ঢাকা: ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন রাখা হলেও তারা জোটে থাকছে না। ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে তারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে ১১ দলীয় জোটে না থাকার এ ঘোষণা দেন যুগ্ম মহাসচিব-মাওলানা গাজী আতাউর রহমান।

গাজী আতাউর রহমান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১১দলীয় জোটের ব্যানারে সংবাদ সম্মেলনে আসন বণ্টন হয়েছে। সেখানে আমাদের দীর্ঘদিনের পথচলা শেষ পর্যায়ে আমাদের লক্ষ্য অর্জিত না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেজন্য আমরা ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ২৬৮ জন প্রার্থী মাঠে কাজ করছেন। তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করীম ও নায়েবে আমির মুফতি ফয়জুল করীম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সমঝোতায় জামায়াতে ইসলামী ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সাতটি, আমার বাংলাদেশ (এবি পার্টি) তিনটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দু’টি ও নেজামে ইসলাম পার্টি দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জোটের অন্য দুটি দল খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কোনো আসন নেয়নি। এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন রাখা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
১৬ জানুয়ারি ২০২৬ ১৬:১১

আরো

সম্পর্কিত খবর