Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৫:৫১

বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একজন বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। তিনি বলেন, দেশবিরোধী কোনো আপসের সঙ্গে খালেদা জিয়ার নাম কখনো যুক্ত করা যায়নি বলেই তাকে রাজনৈতিকভাবে দমন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকার উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ আমদানির একটি প্রকল্প খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল। অথচ ফ্যাসিবাদী শাসনামলে সেই প্রকল্প বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো যেত না। সে কারণেই তাকে কারাবন্দি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিদ্যমান কয়লা ও গ্যাস সম্পদ কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুসহ অন্যান্যরা।

আলোকচিত্র প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং আপসহীন নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

জোট ছাড়লো ইসলামী আন্দোলন
১৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৩

সেলস অফিসার নিচ্ছে স্কয়ার ফুড
১৬ জানুয়ারি ২০২৬ ১৫:২৩

আরো

সম্পর্কিত খবর