Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলন জোট ছাড়ার পর যা বললেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ২২:০৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ২২:৫৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ত্যাগ করার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে সবাইকে ধৈর্য ধারণের আহবান জানিয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি তার ফেসবুক পেজে লেখেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

তিনি আরও লেখেন, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা’আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর কাকরাইলে এক সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীসহ ১০টি দলের শীর্ষ নেতারা এক মঞ্চে বসে ২৫৩ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। ওই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীমের জন্য চেয়ার রাখা হলেও তিনি উপস্থিত হননি। তাদের জন্য আগামী সংসদ নির্বাচনে ৪৭টি আসন রাখলেও শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয় এই নির্বাচনি জোটে তারা থাকবেন না। ২৬৮ টি আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

এই ঘোষণার পর জামায়াত আমির ফেসবুক স্ট্যাটাসে সবাইকে ধৈর্য ধরার আহবান জানালেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর