Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আচরণবিধি লঙ্ঘন ইস্যুতে ইসিতে ব্যাখ্যা দিলেন মামুনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১৩:০০

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সশরীরে উপস্থিত হয়ে তিনি এ ব্যাখ্যা প্রদান করেন।

সকাল ১০টার দিকে মামুনুল হক কমিশনে হাজির হয়ে তার স্বপক্ষে লিখিত বক্তব্য জমা দেন। কমিশন তার দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

লিখিত জবাব দেওয়ার পর সাংবাদিকদের মামুনুল হক বলেন, ‘‘আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছি ঠিকই, তবে নিজ নির্বাচনী এলাকার জন্য কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাইনি।”

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, তার কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কোনো প্রচারণায় অংশ নেননি।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন। নোটিশে বলা হয়, গত ১৩ জানুয়ারি বিকেলে ইসি ভবনের সামনে অনুসারীদের নিয়ে লিফলেট বিতরণ করেন মামুনুল হক, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে। কমিশনের মতে, ভোটের তিন সপ্তাহ আগে এ ধরনের কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৩ ও ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ অভিযোগে তাকে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর