Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল আউয়াল মিন্টুর ওপর চটলেন হাসনাত

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২০:২৩

ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিলে করা আপিল শুনানিতে হট্টগোল ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে ফেনী-২ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে। শুনানিকালে আইনজীবীদের ‘ব্লাডি সিটিজেন’ বলে সম্বোধন করায় তার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

‎শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ এই ক্ষোভ প্রকাশ করেন।

জানা যায়, দুপুরে দ্বৈত নাগরিকত্ব ও অন্যান্য ইস্যুতে শুনানিকালে উপস্থিত আইনজীবীদের ওপর মেজাজ হারিয়ে ফেলেন আব্দুল আউয়াল মিন্টু। এক পর্যায়ে তিনি এনসিপি নেতা ও আইনজীবী জহিরুল ইসলাম মুসার দিকে তেড়ে যান এবং তাকে লক্ষ্য করে ‘ব্লাডি সিটিজেন’ বলে গালি দেন। এ সময় নির্বাচন কমিশনের ভেতরেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

‎ঘটনা পরবর্তী সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘অনেকে নির্বাচনের সময় নতুন বেশ ধরে দেশে আসেন। আড়ালে থাকেন, আর সুযোগ পেলে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিদেশে (বেগম পাড়ায়) পাড়ি জমান। ইসির শুনানিতে যখন আইনজীবীরা অ্যাকাডেমিক পরিবেশে সাবমিশন দিচ্ছিলেন, তখন আব্দুল আউয়াল মিন্টু মেজাজ হারিয়ে জহিরুল ইসলাম মুসার দিকে তেড়ে আসেন এবং আইনজীবীদের মৌখিকভাবে লাঞ্ছিত করেন।’

‎তিনি আরও বলেন, ‘আপনারা জনগণকে ‘ব্লাডি সিটিজেন’ বলবেন, আবার ভোটের জন্য তাদের কাছেই যাবেন-এই দ্বিচারিতা ২৪-পরবর্তী বাংলাদেশে সহ্য করা হবে না। ৫ আগস্টের পর আমাদের লড়াই ছিল এই পলিটিক্যাল এলিটিসিজমের বিরুদ্ধে। যারা বিদেশে টাকা পাচার করে এবং সাধারণ নাগরিকদের তুচ্ছতাচ্ছিল্য করে, তাদের রাজনীতি ব্লাডি সিটিজেনরাই প্রত্যাখান করবে।’

বিজ্ঞাপন

‎নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে এই ছাত্রনেতা বলেন, ‘কমিশনের সামনেই প্রার্থীকে লাঞ্ছিত করা হচ্ছে, অথচ কমিশন বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রার্থীর ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই। কমিশন যদি এসব কঠোরভাবে দমন না করে, তবে গণঅভ্যুত্থানে শহিদদের রক্ত বৃথা যাবে।’

‎হাসনাত আব্দুল্লাহ হুশিয়ারি দিয়ে বলেন, ইস্ত্রি করা পাঞ্জাবি আর টুপি পরে ভোটের সময় যারা সাধারণ মানুষের কাছে আসে, তাদের প্রকৃত রূপ এখন দেশের মানুষ চিনে ফেলেছে। রাজনৈতিক শিষ্টাচার না মানলে এর জবাব ব্যালটেই দেওয়া হবে।

‎‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর