Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল শুনানিতে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৯:১৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২০:২৭

আব্দুল আউয়াল মিন্টু।

ঢাকা: ‎নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির শেষ দিনে নাটকীয়ভাবে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

‎রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে তার মনোনয়নপত্র বহাল রাখে কমিশন।

‎এর আগে, রিটার্নিং কর্মকর্তার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ মিন্টুর প্রার্থিতা বাতিলে আপিল আবেদন জমা পড়ে ইসিতে। তবে তিনি মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব বাতিলের আবেদন করায় ও টাকা জমা দেওয়ায় আপিলটি নামঞ্জুর করে ইসি।

আব্দুল আউয়াল মিন্টু প্রার্থিতা ফিরে পাওয়ায় ফেনী-৩ আসনের নির্বাচনি সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। এই আসনে তিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর