Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ২০:৩৫ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২০:৫৮

মুফতি ফয়জুল করীম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৮ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন।

ডা তাহের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচন করবেন না। সেজন্য তাদের দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের প্রতি সম্মান জানিয়ে তার আসনে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নির্বাচনি ঐক্য করার উদ্যোগ নিয়েছিলেন। তারা থাকতে পারেননি তাদের সফলতা কামনা করছি।

এসময় তার সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

উল্লেখ্য, জামায়াতের আমিরের আসনে কোনো প্রার্থী দেয়নি ইসলামি আন্দোলন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর