ঢাকা: আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এনসিপি’র আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এক চিঠিতে এই নোটিশ জারি করেন।
এতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কর্তৃক মনোনীত ঢাকা-১১ আসনের একজন বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা-১১ উল্লেখ পূর্বক “দেশ সংস্কারের গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুন” স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী।
চিঠিতে আরো জানানো হয়, সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারেন না।’
এমতাবস্থায়, ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ করা হলো। এছাড়া নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগটির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য নাহিদ ইসলামকে একই দিন সকাল সাড়ে ১১ টায় রিটার্নিং অফিসারের কার্যালয় আসার অনুরোধ জানানো হয়।
এবার এসিপি’র নাহিদ ইসলামকে ইসির শোকজ
স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ২১:৩২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২২:৩৪
১৮ জানুয়ারি ২০২৬ ২১:৩২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২২:৩৪
সারাবাংলা/এনএল/এসএস