ফরিদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (মধুখালী- বোয়ালমারী- আলফাডাঙ্গা) প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জাতীয় ঐক্যফ্রন্টের (এনডিএফ) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সাংবাদিকদের এই বিষয়ে একটি প্রেস রিলিজ পাঠিয়েছেন শাহ্ জাফর।
প্রেস রিলিজে শাহ্ জাফর উল্লেখ করেছেন, গত কয়েকদিন আগে তিনি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। তার শারীরিক অবস্থা এখন খুব একটা ভালো না। শরীরে নানা রকম রোগ রয়েছে। এমন অবস্থায় জাতীয় নির্বাচনের মত গুরুত্বপূর্ণ নির্বাচন তার শরীরের পক্ষে করা সম্ভব না। ফলে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তবে আগামীতে ফরিদপুর ১ আসনের সব ধরনের সামাজিক ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বোয়ালমারী উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রকিবুল ইসলামের হাতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শাহ মো. আবু জাফর।
চার দশকের বেশি সময় ধরে সক্রিয় রাজনীতিতে থাকা শাহ মো. আবু জাফর ১৯৭৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১০টি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। এসব নির্বাচনে তিনি ছয়টি ভিন্ন দল ও জোটের প্রার্থী ছিলেন। এর মধ্যে চারবার বিজয়ী হলেও ছয়বার পরাজিত হন তিনি। এবার নিয়ে ১১ বারের মত নির্বাচন মনোনয়নপত্র জমা দেন। এটিও ভিন্ন আরেকটি জোট থেকে। সবমিলিয়ে তিনি ৭ বার দল বদলান।
শাহ জাফরের প্রথম নির্বাচনি যাত্রা শুরু হয় ১৯৭৯ সালে। সে সময় তিনি আওয়ামী লীগ (মালেক) দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ১৯৮৬ সালের নির্বাচনে বাকশালের প্রার্থী হয়ে ফের জয় পান। ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০০৫ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন শাহ মো. আবু জাফর।
অন্যদিকে, ১৯৯১ সালে জাতীয় পার্টির প্রার্থী, ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে আবারও জাতীয় পার্টির প্রার্থী এরপর ২০০১ সালে জাতীয় পার্টি (নাজিউর রহমান মঞ্জু) ও বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবেও জয় পাননি। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে ‘কিংস পার্টি’ নামে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে হেরে যান তিনি।
প্রসঙ্গত, ফরিদপুর-১ আসনে এবার মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সাতজন স্বতন্ত্র এবং আটজন বিভিন্ন দল ও জোটের প্রার্থী ছিলেন।
যাচাই বাছাইয়ে ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়। আপিলে তিনজন মনোনয়ন ফেরত পেয়ে মোট দশজন প্রার্থী ছিলেন। এরমধ্যে শাহ্ নির্বাচন থেকে সরে যাওয়া আসনটিতে নয়জন প্রার্থী নির্বাচনে লড়াই করবেন।
প্রার্থীরা হলেন— খন্দকার নাসিরুল ইসলাম (বিএনপি), মোঃ ইলিয়াস মোল্লা (জামায়াত), মোহাম্মদ খালিদ বিন নাসের (বাংলাদেশ কংগ্রেস), মো. শরাফাত হোসাইন (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. সুলতান আহমেদ (জাতীয় পার্টি)।
স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান অপু (জাতীয় নাগরিক পার্টি নেতা), সাংবাদিক আরিফুর রহমান দোলন, মো. আবুল বাশার খান ও মো. গোলাম কবির মিয়া।