Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের ‘ইসি ঘেরাও’ কর্মসূচি সাময়িক স্থগিত

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৪২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২০:৩৩

ইসির সঙ্গে বৈঠক শেষে ঘেরাও কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে দাবি মানার আশ্বাস পাওয়ায় তিন দিন ধরে চলা ‘ইসি ঘেরাও’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

‎সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ আলোচনায় ছাত্রদলের সভাপতি রাকিবের সঙ্গে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরও উপস্থিত ছিলেন।

‎বৈঠক শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে আমরা আমাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করলাম। ইসির পক্ষ থেকে আমাদের দাবিগুলো বিবেচনার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।’

‎তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আবারও কোনো গোষ্ঠী অপকৌশল ব্যবহার করে নির্বাচন কমিশনের ওপর অন্যায় চাপ সৃষ্টি করে, তবে ছাত্রদল তার উপযুক্ত জবাব দেবে। ছাত্রদল প্রমাণ করেছে যে, তারা দাবি আদায়ে আপসহীন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: নির্বাচনি বিধি লঙ্ঘন/ইসির সামনে ছাত্রদলের বিক্ষোভ, কমিশনের নীরবতা প্রশ্নবিদ্ধ!

রোববার থেকেই তারা তিন দফা দাবিতে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল। সোমবার অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনার পর ছাত্রদল নেতারা জানান,‎ দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট প্রদানের প্রক্রিয়ায় যে পরিবর্তন আনা হয়েছিল, তাতে সংশোধনী আনা হবে। ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রসংসদ নির্বাচন বিষয়ে বিতর্কিত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

‎ছাত্রদলের ৩ দফা দাবি ছিল

  • পোস্টাল ব্যালট ইস্যু: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে কমিশনের ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘প্রশ্নবিদ্ধ’ সিদ্ধান্ত বাতিল করতে হবে।
  • নিরপেক্ষতা নিশ্চিত করা: কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্ব বজায় রাখা।
  • শাকসু নির্বাচন প্রসঙ্গ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাকসু) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসির ‘বিতর্কিত’ ও ‘প্রভাবিত’ প্রজ্ঞাপন প্রত্যাহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।

উল্লেখ্য, গতকালও ছাত্রদলের একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে আজ অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনার পর তারা সাময়িকভাবে রাজপথ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর