Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া জেলা আমিরের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ২১:৩৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শোক প্রকাশ করেন।

তিনি বলেন, ‘অধ্যাপক মাওলানা আবুল হাশেম একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তার অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিয়োজিত থেকে দুনিয়ার সফর শেষ করলেন। তিনি ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘তার ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম একটি প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে ইন্তিকাল করেন।

তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২০ জানুয়ারি সকাল নয়টায় হাউসিং ডি ব্লক, চান্দা গাড়া ঈদগাহ ময়দানে ১ম জানাজা এবং বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর ফুটবল মাঠে ২য় জানাজা শেষে তাকে মিরপুর ওয়াপদা কবরস্থানে দাফন করা হবে।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর