ঢাকা: রাজধানীর মিরপুরের পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার লিফলেট বিতরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা তৈরি হলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
এবিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোকন সারাবাংলাকে বলেন, এ রকম ঘটনা শুনেছি। তবে বড় ধরনের সংঘর্ষ এমন ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।