ঢাকা: শাকসু নির্বাচনকে ঘিরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রফিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে মিছিলটি শাঁখারী বাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে প্রবেশ করেন।
এ সময় ছাত্রদল নেতারা শিবির নেতার বক্তব্য প্রত্যাহার এবং ছাত্রসমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল পারভেজ বলেন, ‘আমরা স্বাধীনতার প্রশ্নে আপসহীন। এমন মুনাফিকি কথাবার্তা আমরা মেনে নিতে পারি না। দেশনেতা তারেক রহমানকে নিয়ে এমন মিথ্যা মন্তব্য আমাদের কখনোই গ্রহণ করব না।’
যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হক বলেন, ‘যাদের জন্মলগ্ন থেকে গুপ্ত, ৫ আগস্টের পর প্রকাশে এসেছেন। আপনাদের আচরণ দেখে খুব অবাক হচ্ছি। আপনারা দেশনায়ককে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলবেন। আপনারা ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ধারার রাজনীতি চলছে। যারা ছাত্রলীগের সঙ্গে মিশে তাদের সুবিধা নিয়েছে। তারা আজ দেশনেতার বিরুদ্ধে কথা বলছে। মিথ্যা অপবাদ ও মিথ্যা ব্যাখ্যা দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা শান্তিপূর্ণ রাজনীতি করছি। বর্তমান ছাত্রদলের এ উদারতা যদি দূর্বলতা ভাবেন ভুল করবেন। আমরা সহনশীল আচরণ করছি। তারেক রহমানের সিলেট যাত্রা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘জকসুসহ সকল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য ছাত্রদল চেষ্টা চালিয়ে গেছেন। আমরা জকসুর অনেক অপচেষ্টা মানিয়ে নিয়েছি। ইসলামকে কটাক্ষ করার মত মিথ্যা অভিযোগ তুলেছিলেন। আমরা সহ্য করেছি। সামনের দিনে ৩১ দফার ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয়ে আমরা বদ্ধপরিকল্প। আপনারা আমাদের উদারতাকে যদি দুর্বলতা মনে করেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের অস্তিত্ব নির্মূল করব।’
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আমাদের আবেগের জায়গা নিয়ে সমালোচনা করবেন সেটা আপনাদের অধিকার। কিন্তু ফ্যাসিবাদী ধারায় হলে সেখানে আমাদের কথা আছে। আপনারা আওয়ামী লুঙ্গীর নিচে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন আপনারা এ প্রতিফল ঘটাতে চাইলে এর উত্থান আমরা হতে দিব না। বিশ্বজিৎ যখন রক্তাক্ত হয়েছে, আপনাদের মত ছাপছি, আমরা পাইনি। যখন কোটা আন্দোলন চলছে তখন আপনারা ফ্যাসিবাদের স্লোগান দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘‘আপনারা সহনশীলতার রাজনীতি করেন, সেটা সমাজে প্রকাশ করতে পারবেন। আপনারা সেই কথা বলেন যেটা পরিবারের কাছে বলতে পারবেন। আপনারা সেই ফ্যাসিবাদের মত আচারণ করবেন না তাহলে ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’।
এর আগে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের মানববন্ধন করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলীল ২০ তারিখ শাকসু নির্বাচন না হলে, তথাকথিত দেশনেতার সিলেটের সমাবেশ বন্ধ করে দেওয়া হোক বলে মন্তব্য করেন। তিনি সিলেটের ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান সিলেটের রেলপথ, সড়কপথ ও জলপথ বন্ধ করে দিতে। এর প্রতিবাদে বিবৃতিসহ মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।