ঢাকা: একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই বর্তমান সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও জোর দাবি বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই নতুন বাংলাদেশের প্রকৃত যাত্রা শুরু হবে এবং সেই লক্ষ্যেই এনসিপি নির্বাচনি মাঠে নেমেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর তিন নেতার মাজার এলাকায় হোসেন শহিদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা এ কে ফজলুল হকের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, নির্বাচনি প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে এবং তারা একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা করছেন।
এ সময় তিনি তাদের নতুন রাজনৈতিক জোটের কথা উল্লেখ করে বলেন, জামায়াতে ইসলামী, এনসিপি এবং খেলাফত মজলিসসহ মোট ১০টি দলের সমন্বয়ে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ নামে একটি জোট গঠন করা হয়েছে। এই জোটের মূল লক্ষ্য হলো জনগণের ভোটের মাধ্যমে জয়ী হয়ে দেশের আমূল পরিবর্তন আনা।
নির্বাচনি যাত্রার শুভসূচনা হিসেবে তারা আজ দুই মহান নেতার পাশাপাশি ওসমান হাদির কবর জিয়ারত করেছেন।
পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে। এই পদযাত্রাটি রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মতিঝিলে গিয়ে শেষ হবে।
তিনি জোর দিয়ে বলেন, তাদের এই আন্দোলনের অন্যতম প্রধান এজেন্ডা হলো শহিদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা।
শ্রদ্ধা নিবেদনকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ঢাকা-২০ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম এবং ঢাকা-৯ আসনের প্রার্থী জাবেদ রাসিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, ১৬ বছর পর দেশে একটি অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং তারা এই সুযোগ কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করতে চান।