ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কসবা পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত উদ্বোধনী সভা থেকেই শুরু হয় জামায়াতের প্রথম নির্বাচনি কর্মসূচি।
উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও কসবা-আখাউড়া আসনে দলীয় মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেন, ‘যারা মাঝে মাঝে কেন্দ্র দখলের তালিকা প্রকাশ করেন, তারা মনে রাখবেন; এটা ১৫ বছর আগের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ।‘
তিনি বলেন, ‘এই এলাকায় আর কোনো মাস্তানি, চাঁদাবাজি কিংবা সন্ত্রাস চলবে না। যেখানে অন্যায় হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। দখলবাজি ও ভয়ভীতি দেখিয়ে ভোটের রাজনীতি করার সময় শেষ।’
নেতাকর্মীদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, ‘আজকের পর থেকে আমাদের নেতাকর্মীদের যদি কেউ হুমকি দেয় বা বাধা সৃষ্টি করে, তাহলে এর সম্পূর্ণ দায় প্রশাসনকেই নিতে হবে। আমরা বিনা চ্যালেঞ্জে একটি বিষয়ও ছেড়ে দেব না।’
কসবা-আখাউড়ার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে আতাউর রহমান সরকার বলেন, ‘আপনারা যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর আস্থা ও বিশ্বাস রাখেন, তাহলে আমরা আপনাদের স্বপ্নের সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও মানবিক কসবা-আখাউড়া উপহার দেব।’
কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী ইয়াকুব আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, সেক্রেটারি জেনারেল গোলাম সরোয়ার, পৌর জামায়াতের আমির হারুনুর রশীদ, এনসিপি নেতা তানভীরুল ইসলাম শাহিন, হেফাজত নেতা মাওলানা ইউনুস করিম বেলালীসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উদ্বোধনী সভা শেষে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকারের নেতৃত্বে পৌর শহরে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক জনসমাগম দেখা যায়।