Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:৪৩

গণসংযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, সরকারের একটি মহল কিছু নির্দিষ্ট প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচন হলে আবারও বিজয়ী হবেন বলেও তিনি আশাবাদী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) দুপুরে নির্বাচনি প্রচারের প্রথম দিনে শান্তিবাগ স্কুল ও পুরাতন রমনা থানা জামে মসজিদ সংলগ্ন এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘‘একজন রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে ইঙ্গিত করে বলেন, ‘জয়ী হয়ে আসবে’ তখন সেটার অর্থ দাঁড়ায় তাদের জয়ী করার চেষ্টা করা হবে। আমি অনেক কিছু জানি, প্রমাণও করতে পারব যে সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

নিজের নির্বাচনি এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘শিষ্টাচারবহির্ভূত বক্তব্যে আমি প্রতিক্রিয়া জানাতে চান না। আমি আমার বয়স ও অবস্থানের কারণে এসব কথার জবাব দিচ্ছি না। ওরা যা-ই বলুক, এতে আমার কোনো লোকসান নেই। জয়ের ব্যাপারে নিরাশ হয়ে কেউ কাজ করে না। আমিও জয়ের বিষয়ে আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি সুষ্ঠু নির্বাচনে আমি জয়ী হয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ ফের জয়লাভ করব।’

নির্বাচনি প্রক্রিয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে ভয় পাচ্ছি। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করবে। আমরা সেখানে ক্ষতিগ্রস্ত হবো কিনা জানি না, তবে চেষ্টা তারা করবে। তারপরও আমাদের কর্মীদের মনোবল দেখে আমি বিশ্বাস করি, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনব।’

প্রতিদ্বন্দ্বীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ছেলেটা এমন জায়গায় আঘাত করার চেষ্টা করছে যাতে আমি রিয়াক্ট করি। কিন্তু আমার রিয়াক্ট করার বয়স চলে গেছে। ও আমার ছেলের চেয়েও ছোট। আমি ধরে নিয়েছি, ও আমার ছেলের মতোই দুষ্টুমি করছে।’

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ
২২ জানুয়ারি ২০২৬ ২০:২৩

৮ ইউএনও’র বদলি আদেশ বাতিল
২২ জানুয়ারি ২০২৬ ২০:০৫

আরো

সম্পর্কিত খবর