ঢাকা: জেলার কেরানীগঞ্জ উপজেলায় হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢালিকান্দি এলাকায় তার নিজ বাড়ির পাশেই ঘটনাটি ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই রাতে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনি কাজ শেষে একই এলাকায় ওয়াজ মাহফিলে যায়। সেখান থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র দু’জন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল যোগে এসে তাকে গুলি করে দ্রুত গতিতে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। এর পর তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ১০টার দিকে হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তার পেটের ডান পাশে গুলি লেগেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।