Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের সমাবেশে জবির ভিপি ও জাবির জিএস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৩:২৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৩:২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম।

ঢাকা: জামায়াত আমিরের সমাবেশে বক্তব্য দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে যাত্রাবাড়ির কাজলায় ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী জয়নুল আবেদিন ও কামাল হোসেনের পক্ষে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এই সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এসময়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস ছাত্র নেতা মাজহারুল ইসলাম দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

রিয়াজুল ইসলাম বলেন, আমরা আর কোনো জালিম, চাঁদাবাজ ও দুর্নীতিবাজের শাসন কায়েম হতে দিতে পারি না। যাত্রাবাড়ির মানুষ বুলেটের বিরুদ্ধে অন্যায়ের সামনে কথা বলতে জানে। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যেভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে ভোটের মাধ্যমে এ দেশের তরুণ ছাত্র সমাজের সৎ, দক্ষ, মেধাবী নেতৃত্ব বাছাই করেছে, ঠিক তেমনিভাবে যাত্রাবাড়ির মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে চাঁদাবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে রায় দিয়ে সততা, ইনসাফের প্রতীককে বেছে নেবে ইনশাল্লাহ।

তিনি বলেন, আমরা বাংলাদেশের শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা চাইনা এদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হোক। ক্ষমতার চেয়ারে কেউ দৃঢ়তার সাথে বসে থাকুক। এজন্য আপনারা গণভোটে অবশ্যই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম বলেন, যারা সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়ার জন্য রাজনীতি করে, যারা এ দেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি লাল কার্ড দেখিয়ে দেব ইনশাল্লাহ। আমাদের পলিসি সামিটে জামায়াত আমির যে-সব সমাধানের কথা বলেছিলেন, এ দেশের যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে আগামী ১২ তারিখ এই যাত্রাবাড়ির মানুষ যাদের ব্যাবসায়িক অধিকার, সামাজিক নিরাপত্তা এবং সার্বিক শান্তি নিশ্চিতে ইনসাফ ও ন্যায়ের প্রতীকে ভোট দিয়ে আমাদের এই অঞ্চলে জনাব কামাল হোসেন ভাইকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।

যাত্রাবাড়িকে স্ট্যালিনগ্রাদের সঙ্গে তুলনা করে মাজহার বলেন, ১২ তারিখ এই স্টালিনগ্রাদকে নতুনভাবে গড়ে তোলার জন্য আপনাদের ভূমিকা পালন করতে হবে। জাগবে এবার শহুরে সমাজ, জাগবে গ্রামের বীরেরা। সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ।