Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই: আমিনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৩:৩৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৩:৪৮

গণসংযোগে ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক।

ঢাকা: যশোরে কারাবন্দি এক ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর মর্মাহত ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। তিনি বলেছেন, অতীতের মতো অমানবিক রাষ্ট্র আর দেখতে চাই না; বরং একটি মানবিক বাংলাদেশ গড়াই তার রাজনৈতিক লক্ষ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারের চতুর্থ দিনে রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, ‘অতীতে অনেক ক্ষেত্রে কারাবন্দিদের ন্যূনতম মানবিক অধিকারও নিশ্চিত করা হয়নি। এমনকি বাবা-মায়ের মৃত্যু হলেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। এ ধরনের অমানবিকতা আর চলতে পারে না।’

বিজ্ঞাপন

যশোরের ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে রাখতে হবে, সবার আগে মানুষ, সবার আগে বাংলাদেশ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

গণসংযোগকালে তিনি ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্কের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘নির্বাচিত হলে এসব মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা তার অগ্রাধিকার তালিকার শীর্ষে থাকবে।’

এ ছাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। অর্থের অভাবে কেউ যেন শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।’ এ লক্ষ্যে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে আমিনুল হক জানান, একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পল্লবী-রূপনগর গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গণসংযোগ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মী ও বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর