ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমরা কোনোদিন আপনাদের বিক্রি করে সম্পদ বানাই না, আমরা রাজনীতি করে আমাদের সম্পদ বানাইনি। আমরা বাপ-দাদার দেওয়া জমি-জমা বিক্রি করে রাজনীতি করি।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনি গণসংযোগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির কাছে আপনারা নিরাপদে থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানতের খেয়ানত করব না। আমরা মানুষের কল্যাণ করতে চাই। এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই। নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে মানুষের কথা বলার অধিকার দিতে চাই।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড দিবে বিএনপি। যা একটি পরিবারের আর্থ ও সামাজিক খুঁটি হয়ে দাড়াবে। কৃষকদের জন্য দেওয়া হবে কৃষি কার্ড যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ পেয়ে আরও সামনে এগিয়ে যাবে। বিএনপি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যাতায়াতের ব্যবস্থার উন্নয়ন করবে। আমরা বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছি।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ করলেও অনেক প্রতিষ্ঠানের এমপিওভুক্ত করতে আমরা সহযোগিতা করেছি। অতীতে আমরা রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টসহ নানা কাজ করেছি। ঠাকুরগাঁওয়ে সর্বপ্রথম বরেন্দ্র প্রকল্পটি আমরা নিয়ে এসেছি। ভূট্টা চাষের আবাদ, মুরগি চাষের ফার্ম আমরা নিয়ে এসেছি। বিএনপি একটি পরীক্ষিত দল। আমাদেরকে নতুন করে চেনার কিছু নেই।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘শেখ হাসিনার আমলে কথা বলার স্বাধীনতা ছিল না। কিছু বললেই ধরে নিয়ে যেত তারা।’
তিনি বলেন, ‘এখন আমার বয়স হয়েছে। এটাই আমার শেষ নির্বাচন। তাই আমার জীবনের শেষ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পন্ন করব ইনশাআল্লাহ।’