Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের দায়িত্ব এসেছে, ভালো দিন তৈরি করার: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৭:২০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৭:২২

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দায়িত্ব এসেছে, সুন্দর দিন তৈরি করা, ভালো দিন তৈরি করা, চাঁন্দাবাজী না করা । হানাহানি না করা, মামলা বাণিজ্য না করা।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার চেরাডাঙ্গী মাঠে গনসংযোগের অংশ হিসেবে নির্বাচনি পথ সভায় স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন প্রতিহিংসা নয়, ভাতৃত্ববোধের সমাজ তৈরি করতে হবে।

মীর্জা ফখরুল হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলেন, আপনারা আগে নিজেরা শক্ত হন, নিজেদের দাড়াবার শক্তি যোগাতে হবে। আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে থাকব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন, আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমরা কোনোদিন আপনাদের বিক্রি করে সম্পদ বানাই না, আমরা রাজনীতি করে আমাদের সম্পদ বানাইনি। আমরা বাপ-দাদার দেওয়া জমি-জমা বিক্রি করে রাজনীতি করি।

বিগত সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমার বিরুদ্ধে ১১১টা মামলা দিয়েছিল। আমরা আপনাদের নিরাপদ রাখতে পারব, আমানতের খিয়ানত করব না।

ফখরুল বলেন আরেকটি দল আছে, জামায়াতে ইসলাম তারা ধর্মের নামে রাজনীতি করছে, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর