Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের ৩ দিনের সফরসূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৯:০৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের তিন দিনের (২৬, ২৭ ও ২৮ জানুয়ারি) নির্বাচনি সফর সূচি জানিয়েছে জামায়াত।

রোববার (২৫ জানুয়ারি) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী ২৬ জানুয়ারি সকাল ১০টায় কুষ্টিয়া, দুপুর ১২টায় মেহেরপুরে, বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গায়, সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহে জনসভা অনুষ্ঠিত হবে। তিন জেলার বিভিন্ন নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার পর ডা. শফিকুর রহমান যশোরে রাত্রিযাপন করবেন।

পরের দিন ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় যশোরে, দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরায়, বেলা সাড়ে ৩টায় খুলনায়, সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে জনসভায় বক্তব্য দেবেন। পরে সড়ক পথে ঢাকায় রওনা করবেন।

বিজ্ঞাপন

আগামী ২৮ জানুয়ারি সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে এবং বিকেলে সাড়ে ৪টায় মোমেনশাহীতে (ময়মনসিংহ) জনসভায় বক্তব্য দেবেন।

এর আগে গত ২৩ ও ২৪ জানুয়ারি উত্তর বঙ্গের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, বগুড়া, পাবনাসহ আট জেলার বিভিন্ন স্থানে জনসভা শেষ করে রাতে ঢাকায় পৌছান জামায়াত আমির। ২৫ জানুয়ারি রাজধানী ঢাকার নির্বাচনি আসন ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে তিনটি জনসভায় বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর