Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ০০:২০

গণসংযোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো ষড়যন্ত্র যেন না হতে পারে, সে জন্য ভোটারদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম খেলার মাঠে এক নির্বাচনি সমাবেশে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ভোটের দিন ভোরে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে অবস্থান নিতে হবে এবং ফজরের নামাজ জামাতে আদায়ের পর ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে।

সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ধানের শীষে ভোট দিচ্ছেন। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য ভোট কেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দিতে হবে।

বিজ্ঞাপন

উপস্থিত নেতা-কর্মীরা তার আহ্বানে একমত পোষণ করলে তিনি ‘আলহামদুলিল্লাহ’ বলেন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি মসজিদ-মাদরাসার ইমাম ও মোয়াজ্জিনদের জন্য সরকারি সম্মানি এবং অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। চৌদ্দগ্রামে খাল খননের প্রতিশ্রুতিও দেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে অসুস্থতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘মাথায় ঠান্ডা লেগেছে, জ্বর আসছে। তাই জোরে কথা বলতে পারছি না।’

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ওরা শুধু বিএনপির বদনাম করছে। কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা মানুষের ভোট পেলে আল্লাহর রহমতে ধাপে ধাপে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।’

সমাবেশে কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলের বিএনপি দলীয় প্রার্থীরাও বক্তব্য দেন। এর আগে বিকাল থেকেই চৌদ্দগ্রামের বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর