বগুড়া: দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পিতৃভূমি বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর বগুড়ায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর। তার এই আগমনকে ঘিরে বগুড়ায় বইছে উৎসবের আমেজ। জেলাজুড়ে ব্যাপক উদ্দীপনা ও সাজ সাজ রব পড়েছে। দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসী তাকে বরণ করতে মুখিয়ে আছেন। তার আগমন উপলক্ষ্যে ইতিমধ্যে জেলা বিএনপি নির্বাচনি জনসভার মাঠ প্রস্তুত থেকে শুরু করে সকল প্রস্তুতি সম্পন্ন করতে তোড়জোর শুরু করেছেন। এ সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নির্বাহী সদস্য ও বগুড়ার ফোরস্টার হোটেল নাজ গার্ডেনের স্বত্বতাধিকারী বীরমুক্তিযোদ্ধা মো. শোকরানা জানান, বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বগুড়ায় আসবেন। তার রাত্রি যাপনের জন্য বগুড়ার ফোরস্টার হোটেল নাজ গার্ডেনের একটি সুইট রুম প্রস্তুত করা হয়েছে। এই রুম কোনো অতিথিকে ভাড়া দেওয়া হয় না। এটি শুধু তারেক রহমানের জন্যই তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো বগুড়ায় ফোরস্টার হোটেল বানানোর পরামর্শ দিয়েছিলেন। তাদের পরামর্শে বানানো বগুড়ার ফোরস্টার হোটেল নাজ গার্ডেনে প্রায় ১২৫ জন সফর সঙ্গী নিয়ে রাতযাপন করবেন তিনি। ২০০৫ সালের ১৬ আগস্ট বিকেলে তিনি এই হোটেলটি উদ্বোধন করেছিলেন।
এরআগে গত ১১ জানুয়ারি তারেক রহমানের বগুড়ায় আসার কথা থাকলেও বিভিন্ন কারণে তিনি আসেননি। সেই সময় তার আগমণকে ঘিরে দলীয় কার্যালয় থেকে শুরু করে বগুড়া শহরে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। শহরের ছোট-বড় সকল সড়ক সংস্কারের কাজও শেষ করা হয়েছে।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া আসছেন। ওইদিন প্রথমে তিনি রাজশাহী পরে নওগাঁয় জেলায় আয়োজিত জনসভায় যোগদান করবেন। দুই জেলায় জনসভা শেষ করে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। পথিমধ্যে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দিবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন।
তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন।
বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ জানান, নির্বাচনি জনসভায় যোগ দিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রথমে রাজশাহী সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। পরবর্তীতে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নিবেন। নওগাঁর জনসভা শেষে বিএনপির চেয়ারম্যান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথিমধ্যে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তৃব্য দিবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। জনসভা শেষে বগুড়ার ফোরস্টার হোটেল নাজ গার্ডেনে রাত্রি যাপন করবেন।
তিনি আরও জানান, বগুড়ায় এসে তিনি বাইতুর রহমান সেন্ট্রাল মনজিদ, শহরের দত্তবাড়ী শহিদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল, জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। এরপর ৩০ জানুয়ারি সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনি এলাকায় গনসংযোগ করবেন ও পথসভায় বক্তব্য দিবেন।
এদিন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পৃথক পথসভা করবেন। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়ী পিতৃভূমিতে পা রাখবেন। সেখান থেকে আবারও ফোরস্টার হোটেল নাজ গার্ডেনে রাত্রি যাপন করবেন। পরের দিন ৩১ জানুয়ারি সকালে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় বাপ-দাদার ভিটা ও নির্বাচনি এলাকায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ায় তার আগমনের খবরে সাধারণ মানুষের পাশাপাশি উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তাকে বরণ করে নিতে অপেক্ষায় বগুড়াবাসী। দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানের এই সফর ঘিরে তারা নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠেছেন। সফর ঘিরে বগুড়া জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। তার নির্বাচনি জনসভাকে ঘিরে প্রস্তুত করা হচ্ছে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল জানান, বিএনপির চেয়াম্যান তারেক রহমান
বগুড়ায় আসা আমাদের নতুন শক্তি দিচ্ছে। তিনি ধ্বংসের কিনারা থেকে দেশকে তুলে আবারও উন্নয়নের জোয়ার আনবেন। তারেক রহমানের সফরকে ঘিরে শুধু বিএনপি নয়। এর অঙ্গ-সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝেও নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। বগুড়ার সাধারণ মানুষের মধ্যেও এই সফর নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। দীর্ঘ সময় পর প্রিয় নেতার সরাসরি উপস্থিতি দেখতে এদিন লক্ষাধিক মানুষের জমায়েত হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। তার এই আগমনকে ঘিরে বগুড়ায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসী তাকে বরণ করতে মুখিয়ে আছেন।
তিনি আরও বলেন, এই জনসভাকে ঘিরে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। বগুড়ার মানুষ তাদের প্রিয় সন্তানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঘরের ছেলেকে স্বাগত জানাতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এটি কেবল একটি রাজনৈতিক সফর নয়। বগুড়াবাসীর জন্য এটি এক আবেগঘন মুহূর্ত।
এদিকে তারেক রহমানের এই সফরকে ঘিরে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন। তার আগমন ও কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও ট্রাফিক পুলিশের একাধিক টিম মাঠে দায়িত্ব পালন করবেন।