ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আগে মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা ছিল— জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
রোববার (২৫ জানুয়ারি) রাতে এ বিক্ষোভ মিছিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষার্থীদের উদ্দেশে জামায়াত নেতার এমন বক্তব্যকে ‘মানহানিকর ও মিথ্যাচারমূলক’ উল্লেখ করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচিতে অংশ নেন ডাকসুর সদস্য হেমা চাকমা, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি ও হল সংসদ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি ও বাম ছাত্রসংগঠনগুলোর একাধিক নেতা-কর্মী।
সমাবেশে হেমা চাকমা বলেন, ‘ডাকসু নিয়ে একটি দলের নেতা কীভাবে প্রকাশ্যে এমন মন্তব্য করতে পারেন, তা বোধগম্য নয়। আমরা ২০২৬ সালে দাঁড়িয়ে আছি। নারীরা এখন নিজেদের অধিকার, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিয়ে সচেতন। প্রত্যন্ত অঞ্চল থেকে বহু কষ্ট করে নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। সেই নারীদের নিয়েই এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘কোনো প্রার্থী বা কোনো দলের নেতাকর্মী যে-ই হোক না কেন, নারীদের বিরুদ্ধে মন্তব্য করলে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব। আমরা নারীবান্ধব একটি বাংলাদেশ চাই।’ সংশ্লিষ্ট জামায়াত নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন তিনি।
সলিমুল্লাহ মুসলিম হল সংসদের জিএস সাদমান আব্দুল্লাহ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘৫২-এর ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, ’৭১-এর মুক্তিযুদ্ধ ও ’২৪-এর অভ্যুত্থানসহ দেশের নানান ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে। তাই এ বিশ্ববিদ্যালয়কে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নেওয়া হবে না।’
তিনি বলেন, ‘এখনো ডাকসুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেখা যায়নি। অথচ অন্যান্য ইস্যুতে ডাকসুর ব্যানারে প্রতিবাদ করা হয়।’ এ বিষয়ে তিনি প্রত্যেক হল সংসদ থেকে বিবৃতি দেওয়ার আহ্বান জানান।