ঢাকা: বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৯তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তার বড় মেয়ে শামারুহ মির্জা।
রোববার (২৫ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে বাবার রাজনৈতিক সংগ্রাম, পারিবারিক ত্যাগ এবং গণতন্ত্রের প্রতি তার অটল অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
পোস্টে শামারুহ মির্জা লেখেন, ছোটবেলায় তিনি ও তার বোন বাবার সান্নিধ্য খুব কমই পেয়েছেন। সাধারণ মানুষের জন্য কাজ করার লক্ষ্যে মির্জা ফখরুল চাকরি ছেড়ে পরিবারকে ঢাকায় রেখে ঠাকুরগাঁওয়ে চলে যান। বছরের পর বছর বাবাকে কাছে না পেয়ে বড় হতে হয়েছে তাদের।
তিনি উল্লেখ করেন, নানা কষ্ট ও অভাবের মধ্যেও কখনো বাবাকে হতাশ হতে দেখেননি। বাবার অনুপ্রেরণাতেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, পিএইচডি সম্পন্ন করেছেন এবং বিশ্বের নানা প্রান্তে কাজ করার সুযোগ পেয়েছেন।
শামারুহ মির্জা লেখেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১১ বার কারাবরণ করতে হয়েছে, তিনি হামলার শিকার হয়েছেন এবং নানা ধরনের অপপ্রচারের মুখোমুখি হয়েছেন। বর্তমানে অসুস্থতা সত্ত্বেও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
পোস্টে তিনি আরও বলেন, মির্জা ফখরুল প্রতিশোধের রাজনীতি করেননি; তার একমাত্র লক্ষ্য ছিল গণতন্ত্র এবং সাধারণ মানুষের কল্যাণের রাজনীতি।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুই মেয়ে। বড় মেয়ে শামারুহ মির্জা অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত এবং বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে বাবার নির্বাচনি গণসংযোগে যুক্ত রয়েছেন। ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করছেন।