Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি হলো একমাত্র গণতন্ত্রের পক্ষের শক্তি: ড.আব্দুল মঈন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৬:২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের বিএনপি প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো একমাত্র গণতন্ত্রের পক্ষের শক্তি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়া মতোই আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মধ্যদিয়ে তারক রহমান আবার গণতন্ত্র ফিরিয়ে আনবেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নরসিংদীর ঘোড়াশালে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, বিগত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচারী সরকার নিজেরা গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলতো, আসলে তারা কখনোই গণতন্ত্র-স্বাধীনতার পক্ষে ছিল না। তারা ছিল একদলীয়-বাকশালের পক্ষে। শুধু তাই নয়, তারা ৭১ সালেও যেমন পালিয়েছিল, তেমনি ২৪ সালের আগস্টেও ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়েছে আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের মুক্তিকামী-স্বাধীনতাকামী মানুষ গণতন্ত্র ও মানুষের অধিকার চায়। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশকে একটি সুন্দর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। গণতান্ত্রিক এবং উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হবে। বাংলাদেশের গ্রামে-গঞ্জে ভাগ্য বঞ্চিত মানুষের উন্নয়নেও কাজ করবে বিএনপি। জবাবদিহীতা মূলক সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশ থেকে সকল অন্যায়-দুর্নীতি দূর করতে চাই। এজন্য আগামী নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

হিলিতে ডা. জাহিদ হোসেনের গণসংযোগ
২৬ জানুয়ারি ২০২৬ ১৬:০৭

আরো

সম্পর্কিত খবর