Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আচরণবিধি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি ভয়াবহ হবে: জামায়াত

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৭

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎নির্বাচনি প্রচারণায় বাধা এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নির্বাচনের পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত ৪ দিনে আমরা যে উদ্বেগজনক পরিস্থিতি লক্ষ্য করেছি, তা নিয়ন্ত্রণ করা না হলে ভোটের আগ পর্যন্ত পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

‎সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

‎নির্বাচনি কাজে শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে জুবায়ের বলেন, ‘যেখানে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারছেন, সেখানে সাধারণ শিক্ষকদের ভোটকর্মী হিসেবে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা তাদের জরিমানা করছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক।’

‎ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘কমিশন সিসি ক্যামেরা বসানোর কথা বললেও তা এখনো দৃশ্যমান নয়। যা বসানো হয়েছে, তা অর্ধেকেরও কম এবং অধিকাংশই কেন্দ্রের বাইরে। কেন্দ্রের ভেতরে কী ঘটছে তা দেখার কোনো ব্যবস্থা নেই। আমরা দাবি জানিয়েছি, কেন্দ্রের ভেতরেও সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিইউবিটি রিসার্চ উইক শুরু
২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর