Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা এমন বাংলাদেশ চাই না, সুষ্ঠু নির্বাচন চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৫:১১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৬:০৮

গণসংযোগে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা: ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আজকে আমার ওপরে ডিম ছুঁড়েছে। অ্যাটাক করেছে। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। হারার ভয়ে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় তার ‍ওপর হামলার ঘটনা ঘটে। পরে তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী জানান, সকার এলাকা থেকে শান্তিনগরের দিকে প্রচারণা চালানোর সময় কলেজের সামনে পৌঁছালে তার ওপর ডিম ছোঁড়া হয় এবং একপর্যায়ে তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়। পরিস্থিতি বেগতিক হলে তিনি কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বিজ্ঞাপন

পাটওয়ারী আরও অভিযোগ করেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের কিছু কর্মী এই সহিংসতায় জড়িত। তিনি প্রশাসনের কাছে হাবিবুল্লাহ কলেজ থেকে ‘দলীয় গুণ্ডাদের’ বের করে দেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি মির্জা আব্বাসের উদ্দেশে বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন।’ পাশাপাশি ভোটারদের আগামী ১২ তারিখে ভোট দিয়ে গণজোয়ারের মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’ গঠনের আহ্বান জানান।

ডিম নিক্ষেপের প্রতিবাদে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন

রংপুরে যুবদলের ৩ নেতাকে শোকজ
২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৫৩

আরো

সম্পর্কিত খবর