Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংঘাত চায় না এনসিপি, তবে আঘাত এলে পালটা জবাব দেওয়া হবে: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৮:৪১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৪

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি কোনো সংঘাত বা মুখোমুখি পরিস্থিতি চায় না। তবে কোনো পক্ষ থেকে আঘাত এলে তার উপযুক্ত পালটা জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ ও সম্প্রীতির রাজনীতি গড়ে তোলা। কিন্তু নির্বাচন কমিশন ও পুলিশ যদি নিরব ভূমিকা পালন করে, তাহলে এনসিপিকে নিজেদের অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অতীতে সবাই একসঙ্গে আন্দোলন করেছেন। এখন আলাদা রাজনৈতিক দলে থেকে নির্বাচন করছেন বলেই আওয়ামী লীগের কায়দায় প্রতিপক্ষকে হেনস্তা করার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, তারেক রহমান দেশে ফেরার পর যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, তাতে জনপ্রিয় প্রার্থীদের ওপর হামলা, গণসংযোগে বাধা দেওয়া এবং মিডিয়া ও নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করে নির্বাচন নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি এমন কোনো ষড়যন্ত্র বাংলাদেশে সফল হতে দেওয়া হবে না।’

বিজ্ঞাপন

বগুড়ায় দেশীয় মদসহ গ্রেফতার ২
২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২২

আরো

সম্পর্কিত খবর