Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের হাতেই নারীদের ইজ্জত, জনগণের জান ও মাল নিরাপদ: শফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২২:১৩ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০০:০০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাগেরহাট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর হাতেই নারীদের ইজ্জত, জনগণের জান ও মাল নিরাপদ থাকবে। এ বিশ্বাস থেকেই অসংখ্য নারী জামায়াতের পক্ষে মাঠে কাজ করছেন এবং রাজপথে নেমেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে দলের ১১ জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। হাজারের বেশি নেতাকর্মীকে শহিদ করে উঠায় দিল। আড়াই শতাধিক সহকর্মীকে আয়নাঘরে বন্দি রাখা হয়েছে এবং গুম ও খুনের শিকার করা হয়েছে। দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিল, সংগঠনটাকে নিষিদ্ধ করল। ছাত্রদের বিজয়ের পর আমরা ঘোষণ দিলাম আমরা প্রতিশোধ নিব না।

বিজ্ঞাপন

মজলুম এই সংগঠনকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ তে সিল দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের পক্ষে রয়েছে এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনই এ দলের মূল লক্ষ্য।

ডা. শফিকুর রহমান প্রশ্ন করে বলেন, ফ্যাসিবাদ এবং কালো অধ্যায় আবার ফিরে আসুক আপনারা কি তা চান? তারা সাংবাদিকদেরকেও গুম করেছিল। আমরা দুর্নীতির পাতা ধরে টানাটানি করব না; আমরা দুর্নীতির শিকড় ধরে তুলে ফেলব।

তিনি বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, একদিকে দিবেন ফ্যামিলি কার্ড অন্যদিকে প্রতিপক্ষ মায়েদের গায়ে হাত। দুইটা এক সঙ্গে চলবে না।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শেখ কামরুল আলম প্রমুখ।

এ ছাড়া বক্তব্য দেন বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনে শেখ মনঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ এবং বাগেরহাট-৪ আসনে অধ্যক্ষ আব্দুল আলীমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর