Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ পরিচালনায় অভিজ্ঞ দলের ক্ষমতায় আসা প্রয়োজন: নজরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২২:২৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:৫৯

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

ঢাকা: ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করতে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ রাজনৈতিক দলের ক্ষমতায় আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা শেষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রেই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। রাষ্ট্র পরিচালনার জন্য যে রাজনৈতিক অভিজ্ঞতা দরকার, তা বিএনপির মধ্যেই সবচেয়ে বেশি রয়েছে। তাই দেশকে সঠিক পথে ফেরাতে একটি অভিজ্ঞ দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া জরুরি।’

বিজ্ঞাপন

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’ তবে এসব অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

আইনজীবীদের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘আইনজীবীদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ রয়েছে। অতীতের মতো এবারও তারা বিএনপির পাশে থাকবেন এবং জনগণের সঙ্গে আলোচনা করে বিভ্রান্তি দূর করতে কাজ করবেন।’

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের জীবন ও জীবিকা নিশ্চিত করা, বেকারত্ব দূর করা, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি, নারী সমাজের সমস্যার সমাধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে বিএনপি কাজ করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর