Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনি গান গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২৩:৪৭

বনানী ক্লাবে ভাইরাল ‘ধানের শীষ’ গানের উদ্বোধন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি প্রচারের গান সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে ভাইরাল ‘ধানের শীষ’ গানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘একটি রাজনৈতিক আন্দোলনের অগ্রভাগে সবসময়ই সাংস্কৃতিককর্মীরা থাকেন। ইতিহাস সাক্ষ্য দেয়, যে আন্দোলনের সঙ্গে সংস্কৃতি যুক্ত থাকে, সেই আন্দোলন শেষ পর্যন্ত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী দুঃশাসনের সময়ে সাহস করে যে গানগুলো লেখা ও গাওয়া হয়েছে, সেগুলো শুধু দেশের ভেতরেই নয়, দেশের সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। অনেক শিল্পী সেই গান গাওয়ার কারণে নির্যাতনের শিকার হয়েছেন, তবুও সেসব সৃষ্টির আবেদন এতটাই তীব্র ছিল যে শেষ পর্যন্ত একটি ভয়ংকর ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হয়েছে।’

বিজ্ঞাপন

নির্বাচনি গানটির নির্মাতা ইথুন বাবু ও সংশ্লিষ্ট শিল্পীদের প্রশংসা করে বিএনপি নেতা বলেন, ‘ধানের শীষ প্রতীক যে আবেগ সৃষ্টি করে, তা গানের মাধ্যমে তুলে ধরতে তারা সফল হয়েছেন।’ এই গান প্রচারিত হলে দেশের মূল ভোটারদের হৃদয়ে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংস্কৃতির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, ‘কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সলিল চৌধুরীসহ বহু কবি-সাহিত্যিক ও শিল্পী তাদের সৃষ্টির মাধ্যমে আন্দোলনে প্রেরণা যুগিয়েছেন। এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও শিল্পী ও কবিদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘ডিবি কার্যালয়েও সেই গান গুনগুন করতে শুনেছি কর্মকর্তাদের মুখে— এটাই প্রমাণ করে শিল্পের শক্তি কত গভীর ও ব্যাপক।’

অনুষ্ঠানে সংগীত পরিচালক ইথুন বাবু, সংগীতশিল্পী দিলরুবা, রিজিয়া পারভিন, অভিনেতা শিবা শানুসহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর