রংপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ের স্মৃতি ধারণ করা শতাধিক আলোকচিত্র নিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী। ‘গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী’ হয়ে ওঠার তার সংগ্রামী পথচলার গল্পই এ প্রদর্শনীর মূল বিষয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রংপুর টাউন হল মাঠে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী শামসুজ্জামান সামু।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে খালেদা জিয়ার পারিবারিক জীবন থেকে শুরু করে রাজনীতির মঞ্চে তার উত্থান ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনীর পাশাপাশি তার জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হচ্ছে।
আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম. আমিনুল ইসলাম জানান, তরুণ প্রজন্মকে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনার দিকগুলো জানানোর উদ্দেশ্যেই জেলা পর্যায়ে এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা একটি শোক বইয়ে সই করেন।