Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যেকোনো ঘটনায় তারেক রহমানের নাম জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ০৯:৪৩ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১১:২৩

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

ঢাকা: ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় কোনো প্রমাণ বা তদন্ত ছাড়াই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়ানোকে ‘ফ্যাসিবাদী সংস্কৃতি’র প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাহদী আমিন দাবি করেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের অনেক আগেই নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনি প্রচার শুরু করেন। তার বক্তব্য ও আচরণে ঔদ্ধত্য ছিল এবং আলোচনায় থাকার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক ও মুখরোচক বক্তব্য দিচ্ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশি-বিদেশি মহলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্‌গার, ভোটারের সঙ্গে আক্রমণাত্মক আচরণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যাচার, এসবের মাধ্যমে ভাইরাল হওয়ার কৌশল নেওয়া হচ্ছিল।

মাহদী আমিন লেখেন, বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে বারবার অশালীন মন্তব্য করা হলেও তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং ইতিবাচকভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এর আগেও যেমন ঘটনা ঘটেছে, এবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

ঘটনার পরপরই কোনো ধরনের প্রমাণ, তদন্ত বা সাক্ষ্য ছাড়াই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে ও মির্জা আব্বাসের নির্দেশে ছাত্রদল এ ঘটনার সঙ্গে জড়িত, এমন দাবি করেন বলে অভিযোগ করেন মাহদী আমিন।

তিনি আরও জানান, হাবিবুল্লাহ বাহার কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি এবং সাধারণ শিক্ষার্থীরাও তাকে প্রবেশে বাধা দিয়েছিল। আমন্ত্রণ না থাকা সত্ত্বেও তিনি কেন বহিরাগত লোকজন নিয়ে সেখানে প্রবেশ করলেন, ডিম নিক্ষেপের প্রস্তুতি কারা নিল এবং এর সঙ্গে তারেক রহমান, মির্জা আব্বাস বা ছাত্রদলের কী সম্পর্ক, তা রহস্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে মাহদী আমিন বলেন, কোনো তথ্য ছাড়াই যে-কোনো ঘটনায় তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী আমলের আচরণেরই পুনরাবৃত্তি। অতীতে শেখ হাসিনা ও তার সহযোগীরা এমন আচরণ করেছে বলেই তারা জনবিচ্ছিন্ন হয়ে জনরোষের মুখে পড়েছে, এ কথা ইতিহাসে অজানা নয়।

নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি।