Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সকল সন্তান যেন থাকে দুধে-ভাতে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১০:১০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১১:২৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি আজও বাংলাদেশকে ঘিরে স্বপ্ন দেখেন এবং দেশের তরুণদের নিজের সন্তানের মতো মনে করেন। তার কামনা, এই দেশের সকল সন্তান যেন দুধে ভাতে থাকে।

৭৯তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল লেখেন, জন্মদিনে মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ ও ঋণী। প্রায় ছয় দশক আগে রাজনীতিতে আসার সময় তার চোখে ছিল সমাজ বদলের স্বপ্ন। শিক্ষকতা ও সরকারি চাকরির অভিজ্ঞতার পর ১৯৮৮ সালে তিনি সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সরকারের সময় কৃষি, শিক্ষা, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে পরিকল্পিত কাজ হয়েছে। বরেন্দ্র মাল্টিপারপাস ভূগর্ভস্থ সেচ প্রকল্প, গভীর নলকূপ স্থাপন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাসহ বিভিন্ন উদ্যোগ ঠাকুরগাঁওয়ের অর্থনীতিকে শক্ত ভিত দিয়েছে।

তিনি বলেন, ১৯৯১-৯৬ এবং ২০০১-০৬ মেয়াদে গ্রামীণ সড়ক, সেতু, বিদ্যুৎ ও শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারের মাধ্যমে জনজীবনে বড় পরিবর্তন আসে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় শিক্ষক সমাজের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়।

ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে পরিবার সবসময় তার পাশে ছিল। স্ত্রী ও কন্যাদের সহযোগিতার কথা স্মরণ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পোস্টের শেষাংশে বিএনপি মহাসচিব লেখেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথে বহুবার কারাবরণ করতে হয়েছে, তবে নীতির প্রশ্নে কখনো আপস করেননি। আল্লাহ ও জনগণের ওপর ভরসা রেখেই তিনি রাজনীতি করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

হাসিনুরের অবশিষ্ট জেরা আজ
২৮ জানুয়ারি ২০২৬ ১১:১১

আরো

সম্পর্কিত খবর