Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্ছেদ আতঙ্ক দূর করে স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি আমিনুল হকের

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৫:০৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:১০

জনসংযোগে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক

ঢাকা: ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনি প্রচারের সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রত্যয় জানান।

এদিন সকাল থেকে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আমিনুল হক এলাকার ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বিজ্ঞাপন

গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি নিজেকে এই এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে জানান, এলাকার মানুষের প্রধান দুশ্চিন্তা হলো উচ্ছেদ আতঙ্ক। তাই নির্বাচিত হতে পারলে স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করাকেই তিনি নিজের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করবেন।

এলাকার অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তাঘাট ও জলাবদ্ধতা এখানকার মানুষের নিত্যদিনের ভোগান্তি। এসব সমস্যা সমাধানের পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি উপযুক্ত স্থানে কবরস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে তার। নির্বাচনি প্রচারে সাধারণ মানুষ ও মুরুব্বিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তিনি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

তবে প্রচার চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আমিনুল হক। তার দাবি, জামায়াত প্রার্থীর কর্মীরা ভোটারদের বাসায় গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করছেন এবং আর্থিক প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন। এই অভিযোগের সপক্ষে ভিডিও প্রমাণ রয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে দ্রুতই রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হবে।

তিনি ভোটারদের কোনো প্রলোভন বা উস্কানিতে পা না দিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর