Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনার নিরপরাধ সমর্থকদের বুকে টেনে নেব: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৪১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯

গণসংযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা তার সমর্থকদের ফেলে দিল্লিতে চলে গেছেন। আপনারা চিন্তা করবেন না আমরা সেই বিপদ থেকে আপনাদের উদ্ধার করব। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি সাধারণ মানুষ, আমরা তাদের বুকে টেনে নেব।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নৌকা না থাকলেও আমাদের একটি প্রতিপক্ষ দল রয়েছে; সেটি হলো দাঁড়িপাল্লা। ৯১ সালে আমরা দাঁড়িপাল্লাকে দেখেছিলাম, সেসময় তারা খুব কম ভোট পেয়েছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল এবং আমি আপনাদের ব্যক্তিগত ভাবে পরিচিত লোক। দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করেছি, কখনো আপনাদের ছেড়ে যায়নি। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য আমি কাজ করব।

বিএনপি মহাসচিব বলেন, এর আগে ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি, সব ভোট ফ্যাসিস্ট হাসিনা নিয়ে গেছেন। এবার একটা সঠিক ভোট হবে এমন আশা করছি। যেখানে সকল ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, আমাদের নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরি করব। এটা আমার শেষ ভোট, আমার জীবনের শেষ নির্বাচন। এই শেষ ভোটে দয়া করে আপনারা সকলে আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ দিবেন।

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর