Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন হলেই বিএনপির জয় নিশ্চিত, তাই ষড়যন্ত্র হচ্ছে: আবদুস সালাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২১:৫২

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল জানে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের বিপুল ভোটে বিএনপি বিজয়ী হবে। সে কারণেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারের সময় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, গত ১৭ থেকে ১৮ বছর দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এই দীর্ঘ সময় ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। শেখ হাসিনা একটি কারণেই নির্বাচন দেননি—নির্বাচন হলে বিএনপি জয়ী হবে, এটা তারা জানত বলেই নির্বাচন এড়িয়ে গেছেন।

বিজ্ঞাপন

বিএনপির অতীত ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। এরপর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে দেশকে গড়ে তুলেছিলেন। নব্বইয়ের গণ-আন্দোলনের পর বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে আবারও দেশ গড়ার কাজ শুরু করেছিলেন।

তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার বিদায় ঘটেছে, কিন্তু দেশ এখনো ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে আছে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে বিএনপি ও তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নেই।

আবদুস সালাম বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, মুক্তিযুদ্ধ নিয়েও রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য।

তিনি সতর্ক করে বলেন, সামনে নির্বাচন ঘিরে জনগণকে বিভ্রান্ত করার নানা অপচেষ্টা চালানো হবে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে দেশ একজন প্রকৃত প্রধানমন্ত্রী পাবে। অন্য প্রতীকে ভোট দিলে জনগণ কিছুই পাবে না। এলাকার সমস্যার সমাধান করার ক্ষমতা প্রধানমন্ত্রীর আছে, অন্য কারও নেই।

এলাকার স্থানীয় সমস্যার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনের প্রধান সমস্যা হলো রাস্তা ও গ্যাস সংকট। তারেক রহমান নির্বাচিত হলে তাকে এলাকায় নিয়ে আসা হবে এবং তখনই রাস্তার কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যেতে পারবে না, তারা কোনো পরিবর্তনও আনতে পারবে না। নিজের ভাগ্য, এলাকার পরিবেশ ও উন্নয়ন নিশ্চিত করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আবদুস সালাম বলেন, এ দেশে যারা সত্যিকার অর্থে কিছু করেছেন, তারা হলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। আগামী দিনে সেই দায়িত্ব তারেক রহমানই পালন করবেন, ইনশাআল্লাহ।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর